২৭ মার্চ, করোনার মোকাবিলা করার জন্য এবার এক অভিনব সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ইতোমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৩।ধীরে ধীরে অবস্থা শোচনীয় হচ্ছে ভারতে।গোটা দেশ জুড়ে জারি হয়েছে লকডাউন। আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া কিছুই খোলা থাকবে না দেশে।তাই এবার প্রত্যন্ত গ্রামে ট্রেনেই হবে আইসলেশন ওয়ার্ড।
যেখানে স্বাস্থ্য় পরিকাঠামো নেই, সেখানে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ট্রেনের কোচকে ব্য়বহার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ট্রেনের কোচে আইসোলেশন ওয়ার্ড, ভেন্টিলেটরের ব্য়বস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।১৫টি ওয়ার্কশপে দু’টি করে কোচকে ওয়ার্ডের মত করে তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।ইতিমধ্যে দেশের ৩০টি ট্রেনকে বাছাই করে তাদের আইসলেশন ওয়ার্ডে পরিণত করার কথা ঘোষণা হয়ে গেছে।