নিজস্ব সংবাদদাতা ১২ই মে ২০২১ উত্তর ২৪পরগণা:-আতঙ্কের আরেক নাম এখন করোনা, এই মুহূর্তে উত্তর 24 পরগনায় সংক্রমনের সংখ্যা সবথেকে বেশি , দিনে দিনে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তার ভেতর দিনরাত করোনা রোগীকে যারা বাড়ি থেকে হাসপাতাল কিংবা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে জীবন বাজি রেখে তাদের এখনো দেওয়া হলো না করোনা ভ্যাকসিন।

আতঙ্কের ভেতর কাটছে জীবন, একাধিকবার হাসপাতালকে জানিও হয়নি কোন কাজ অ্যাম্বুলেন্স চালানোর কাজে অশোকনগরে কোভিড হাসপাতালে প্রায় 10 জন রয়েছে তাদের ভেতর দু-একজন শুধুমাত্র ভ্যাকসিন পেয়েছে,

সরকারের কাছে অ্যাম্বুলেন্স চালক দের আবেদন তারা যে ভাবে প্রথম সারিতে দাড়িয়ে কাজ করছে তাই তাদের ভ্যাকসিন দিয়ে দেওয়া হোক,
তাহলে আতঙ্ক কাটবে তাদের।