করোনার প্রতিষেধক আদোও কতটা কার্যকরী হতে চলেছে? অপেক্ষায় বিজ্ঞানীরা

করোনার প্রতিষেধক আদোও কতটা কার্যকরী হতে চলেছে? অপেক্ষায় বিজ্ঞানীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ মার্চ, যুদ্ধে নেমেছে গোটা বিশ্বের বিজ্ঞানীরা।এ যুদ্ধ করোনাকে হারানোর।কিন্তু কিভাবে? এই প্রশ্নে ঘুম উ়ড়েছে তাবড় বিজ্ঞানীদের।বহু কষ্টে করোনা প্রতিষেধক বের করলেও তা আদোও কার্যকরী কিনা তার জন্য ইতিমধ্যে প্রয়োগ শুরু হয়ে গিয়েছে। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক ভাবে করোনা প্রতিষেধক প্রয়োগ করা হল এক রোগীর শরীরে।এখন অপেক্ষায় শুধু ফল কি হবে তা জানার।এক্ষেত্রে গবেষকদের দলের নেত্রী লিসা জ্যাকসনের মত ইতিবাচক।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি-র তথ্য অনুযায়ী প্রথম স্বেচ্ছাসেবক একজন ছোট তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। এভাবে মোট ৪৫ জনের ওপর মোট দু’টি ডোজ পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিষেধক নিলেন দুই সন্তানের মা জেনিফার হেলার(বয়স ৪৫ বছর)। জেনিফারের কথায়, বিশ্বের এই সংকটে দাঁড়িয়ে এটুকু তো করাই যায়।কিন্তু এই পরীক্ষা সফল হলেও সব দিক খতিয়ে দেখে বাজারে এই প্রতিষেধক আনতে অন্তত ১২-১৮ মাস লেগে যাবে, এমনটাই সূত্রের খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top