২৭ মার্চ, করোনার জেরে আতঙ্কে গোটা দেশ। কিন্তু তার মধ্যেও চলছে বন্যপ্রাণীদের বেআইনি পাচার। এরমধ্যেই হংকং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের দাবি, চিনে যে প্যাঙ্গোলিন(পিপীলিকাভুক) পাচার করা হয়েছে, সেই মালয়ান প্যাঙ্গোলিন থেকেই ছড়িয়েছে এই করোনাভাইরাস।এর আগেও বিজ্ঞানীরা বারংবার সতর্ক করেছে, বন্যপ্রাণীদের বেআইনি পাচার চিরতরে বন্ধ করা উচিত। কারণ এই বন্যপ্রাণীরাই ভাইরাসের সংক্রমণের গান- এমনই সতর্কীকরণ বার্তা দিল গবেষকরা।
কিন্তু এরপরও চলছিল একটানা পাচার। কখনও খাবার হিসেবে, কখনও আবার চিরাচরিত রীতি মেনে ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়েছে প্যাঙ্গোলিন।কিন্তু এরপরও যাতে এই ভয়াবহ কান্ড না হয় তারজন্য যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে বন্যপ্রাণী পাচার।