
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ এপ্রিল, দুর্নীতি, কালোবাজারি বন্ধ করে মানুষকে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবে। করোনা সংক্রান্ত মিথ্যা নয়, সঠিক তথ্য দিতে হবে। রাজ্য জুড়ে নমুনা পরীক্ষা বাড়াতে হবে, সমস্ত তথ্য মানুষের সামনে আনতে হবে- এদিন এইসব দাবিতে শনিবার রেড রোডে প্রতীকী প্রতিবাদে বাম ও অন্যান্য দলসমূহের নেতৃবৃন্দ সামিল হন।লকডাউনে সোশ্যাল ডিস্টেন্স অমান্য করে মিছিল শুরু করে বামফ্রন্ট,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে।

করোনা সংক্রান্ত সঠিক তথ্য রাজ্য সরকার দিচ্ছে না, আর তাতে সংক্রমণ আরও বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করে বামফ্রন্ট।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দকে গ্রেফতার করে পুলিশ।

রাজ্যের ভয়াবহ পরিস্থিতির কথা এদিন সামনে আনেন তাঁরা।সকল রাজ্যবাসী ঠিকমতো খাদুসামগ্রী পাচ্ছে না বলে দাবি তাঁদের।যদিও আন্দোলনকারীরা বলেন, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে কর্মসূচি পালন করা হয়েছে।তবুও পুলিশ তাঁদের আটকাতে আসে বলে একসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। সেই সময় সোশ্যাল ডিসটেন্সিংয়ের কোন বালাই ছিল না। লকডাউনের মধ্যে এধরনের আন্দোলন করা ঠিক নয়, যখন জমায়েত না করার কথা বলা হচ্ছে তখন এ ধরনের জমায়েত করে আন্দোলন কাম্য নয় বলে মত শাসক দলের।



















