করোনা অতিমারীতে রথযাত্রা সল্টলেকে

করোনা অতিমারীতে রথযাত্রা সল্টলেকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সল্টলেক:- করোনা অতিমারীতে রথযাত্রা। রথের বদলে চার চাকার বাতানুকূল গাড়িতে চড়ে জগন্নাথ বলরাম শুভদ্রা রওনা দিল মাসির বাড়ি। এমনই চিত্র দেখা গেল সল্টলেকে। ভাগবত সমাজের উদ্যোগে ৩৮ বছর ধরে রথযাত্রার আয়োজন করা হচ্ছে।

গত দুবছর করোনা অতিমারীর জন্য রথের বদলে চার চাকা গাড়িতে করে জগন্নাথ বলরাম শুভদ্রাকে সল্টলেকে বিএফ ব্লকের বাড়ি থেকে নিয়ে সেন্ট্রাল পার্ক, ময়ূখ ভবন, সিটি সেন্টার, বিদ্যাসাগর আইল্যান্ড, পিনবি মোড় হয়ে বিভিন্ন জায়গায় ঘোরানোর পর মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ রথের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পৌর নিগমের প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী।।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top