করোনা আক্রান্তের হদিশ মিলল এবার কলকাতায়, আতঙ্কে শহরবাসী

করোনা আক্রান্তের হদিশ মিলল এবার কলকাতায়, আতঙ্কে শহরবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ মার্চ, গোটা বিশ্ব করোনার কবলে।ভারতে করোনাতে আক্রান্ত প্রায় ১২৫ জন।দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।এবার উঠে এল রাজ্যের খবর, রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল শহর কলকাতায়।জানা যায়, ইংল্যান্ড থেকে রবিবার বাড়ি ফিরেছেন ওই যুবক।বাড়ি ফেরার পর জানতে পারে তাঁর শরীরে রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি।

সূত্রের খবর, বিমান বন্দরে ওই যুবকের শারীরিক পরীক্ষাও করা হয়েছিল কিন্তু কোনও সংক্রমণ ধরা পড়েনি।তবে তাঁকে গৃহবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।কিন্তু সেই নির্দেশ ওই যুবক মানেননি।যুবকের মা নবান্নের সরকারি আমলা।যুবকের সাথেই ছিলেন তাঁর মা।যুবকের বাড়ি কলকাতা সংলগ্ন এলাকায়।লন্ডনে থাকাকালীন একটি পার্টিতে গিয়েছিলেন ওই যুবক।বাড়ি ফেরার পর যুবক খবর পান, ওই পার্টিতে উপস্থিত কয়েকজন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এরপরই তিনি সোজা যান বেলেঘাটা হাসপাতালে। তারপর পরীক্ষায় জানা যায়, তাঁর শরীরেও রয়েছে করোনাভাইরাসের উপস্থিতি।

ঘটনার খবর পেয়ে বাবা-মা ও গাড়ির চালককে রাখা হয়েছে রাজারহাটে কোয়ারেন্টাইনে। যুবকের সহযাত্রীদেরও খোঁজ চলছে। তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি যুবক কার কার সংস্পর্শে এসেছেন, কোথায় কোথায় গিয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সকল ব্যক্তিদের খোঁজ চালানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top