নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ৩১ মার্চ, করোনাতে আক্রান্ত হয়ে ফের রাজ্যে মৃত্যু হল এক মহিলার। সোমবার দুপুরে হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু হল আক্রান্ত মহিলার। জানা যায়, তিনি গত ১৩ তারিখ স্বামীর সঙ্গে ডুয়ার্সে যান। সেখান থেকে এসে কিছুদিন পর জ্বর আসে তাঁর। তারপর তিনি হাসপাতালে ভর্তি হন।
সূত্রের খবর, গত বৃহস্পতিবার জ্বর আসে তাঁর, তিনি রবিবার হাসপাতালে ভর্তি হন।তারপর তাঁর নমুনা পাঠানো হয়।কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।পরে দুপুরে রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।মহিলার পরিবারকেও রাখা হয়েছে কোয়ারেন্টিনে।