নিউজ ডেস্ক, ২ জুন ২০২১, কলকাতা : কোভিড ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পিপিই কিট পরে জন্মদিন পালন করলেন আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচারাল ফাউন্ডেশনের উদ্যোক্তা এবং সমাজসেবী শান্তনু সিনহা। তিনি করোনায় আক্রান্ত সুস্থ হওয়া রোগী। শান্তনু সিনহা গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন।

বাড়িতে থেকেই ২৫ এপ্রিল তিনি চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। সেই সময় থেকেই তাঁর ইচ্ছা ছিল একটু অভিনবভাবে জন্মদিন পালন করবেন।বুধবার সেই দিনটি চলে এল। শান্তনু সিনহার জন্মদিন।

তাই চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে পিপিই কিট পড়ে কোভিড ওয়ার্ডে করোনা রোগী ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে জন্মদিন পালন করলেন। জন্মদিন পালন করতে পেরে তিনি উচ্ছ্বসিত। তিনি মনে করেন অনেকেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে মনোবল ভেঙে যাচ্ছে। সেখানে তাঁদের এভাবে সাহস যোগাতে তিনি জন্মদিন পালন করলেন, এবং জানালেন আতঙ্কিত হলে হবে না মনে সাহস যোগাতে হবে। এদিন স্বাভাবিকভাবেই কেক কেটে জন্মদিন পালন করে শান্তনু বাবু যেমন খুশি তেমনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ও হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা খুশি এই সুন্দর মুহূর্তে সামিল থাকতে পেরে।
