নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ মার্চ, করোনার কবল থেকে বাঁচতে গোমূত্র পান করা উচিত, এমনটাই ধারণা পশ্চিমবঙ্গের বিজেপির।বেশ কিছুদিন ধরেই রাজ্যে করোনার থেকে বাঁচতে গোমূত্র বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ তা বিশ্বাস করে কিনে নিয়ে যাচ্ছে।করোনার জেরে বিজেপি সদস্যদের গোমুত্র পার্টি চলছে যেখানে সেখানে।এবার এক কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে না বলেই গোমূত্র পান করিয়ে দেওয়ার অভিযোগ উঠল কলকাতায়, অভিযোগ বিজেপির রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়ের দিকে।
সোমবার এক হাতে পিতলের ঘটি অন্য হাতে গোমূত্রের বোতল হাতে প্রচার চালান নারায়ণ চট্টোপাধ্যায়।পথযাত্রী সকলকে তিনি গোমূত্র পান করান।সেই সময় পুলিশ কনস্টেবলকে না জানিয়ে গোমূত্র পান করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।তারপরই নারায়ণবাবুকে সমর্থন করে মুখ খুললেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “কাউকে ঘাড় ধরে খাওয়ানো হচছে না। যার বিশ্বাস আছে খাবে। বহু ওষুধ যুগযুগ ধরে চলে আসছে। এটাও এক ধরণের ওষুধ। আমাদের মোরারজি দেশাই তো নিজের মূত্র খেতেন। যাঁরা জানে না কিছু, অর্বাচীন আছে, তাঁরা নতুন জিনিস শুনলে হজম করতে একটু দেরি হয়। যাঁদের কোনও জ্ঞান নেই। তাঁরাই বিজ্ঞানের ঠেকা নিয়েছে। তাঁদের কথা সমাজে কেউ গুরুত্বও দেয় না”।
অন্যদিকে কনস্টেবলের অভিযোগ পেয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরেই জোড়াবাগান থানার পুলিশ নারায়ণবাবুর বাড়িতে গিয়ে তাঁকে লালাবাজারে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য।