নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২০ মার্চ, দুর্গাপুরে প্রতিটি সবজি বাজার বন্ধ করে দেওয়ার গুজব ছড়ালো।খবর পেয়ে উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসীরা। গতকাল রাতে এই গুজব ছড়ায়।আর তারপর থেকেই চিন্তায় পরে ক্রেতারা।
জানা যায়, তারপর আজ ভোর থেকেই ব্যবসা সমিতির পক্ষ থেকে বাজার বন্ধ থাকবে না বলে মাইকিং করা হয়। যাতে ক্রেতারা আতঙ্কিত হয়ে না পরে। এছাড়া গুজবে কান না দেওয়া আর্জি জানায় ত্রেতাদের।শুধু আজ বা কাল নয় কোনোদিনই বন্ধ থাকবে না বাজার, জানাল ব্যবসায়ী সমিতি।আপাতত মাইকিং শুনে আশ্বস্ত ত্রেতারা।