নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৯ মার্চ, চারিদিকে যখন করোনা ভাইরাস আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ তখন দীঘায় ঘুরতে আসা পর্যটকদের জমিয়ে চলল সমুদ্র স্নান। সরকারিভাবে করোনা ভাইরাস নিয়ে সচেতন করা হচ্ছে সকলকেই।
দিঘাতেও সেই একই সতর্কতা জারি করা হচ্ছে। দীঘা উড়িষ্যা বর্ডার স্বাস্থ্যকর্মী এবং পুলিশ আধিকারিকরা স্যানিটাইজেশন দিয়ে পর্যটক এবং সাধারন মানুষদের হাত পরিষ্কার করাচ্ছেন সাথে তাপমাত্রা পরীক্ষা করছেন। সেই সময় দিঘার সমুদ্রে আরেক চিত্র ফুটে উঠল। উৎসাহী পর্যটকরা সমুদ্র স্নানে মেতে উঠেছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে সমস্ত হোটেল ব্যবসায়ী এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। করোনা ভাইরাস নিয়ে পরবর্তী নির্দেশ প্রশাসন কি দেয় এখন সেটাই দেখার বিষয়।