
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১৭ মে, ভাঙড়ে পার্টি অফিসে ঢুকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। শনিবার রাতে ঘটনাটি ঘটে ভাঙড়ের বোদরা বাজারে। বোদরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা বোদরা অঞ্চল সভাপতি সাদেকুল দফতরিকে লক্ষ্য করে দুষ্কৃতিরা গুলি চালায় বলে অভিযোগ।
সূত্রের খবর, পাড়া বৈঠক সেরে বোদরা বাজারে পার্টি অফিসে বসে দলীয় কার্যকলাপ নিয়ে আলোচনা করছিলেন উপ প্রধান সহ আর চার তৃণমূল নেতা। সেই সময় জনা চার দুষ্কৃতি এসে গুলি চালায়। অল্পের জন্য রেহায় পায় তৃণমূল নেতা। ঘটনা জানাজানি হতেই এলাকার সাধারণ মানুষ এক হয়ে ঘটনাস্থলেই তিনজন দুষ্কৃতিকে ধরে ফেলে। পালিয়ে যায় আর এক দুষ্কৃতি। পরে ভাঙড় থানার পুলিশ ধৃত তিন জনকে নিজেদের হেফাজতে নিয়েছে। পরিকল্পিত ভাবে খুন করার চেষ্টা করা হয়েছে বলে জানান ক্যানিং পূর্ব এর বিধায়ক সওকাত মোল্লা। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র,এক রাউন্ড গুলি ও একটা ভোজালি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পিছনে কে বা কারা আছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।



















