নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ১১ নভেম্বর, ২০২০: আলোর উৎসব দীপাবলি। আলোর রোশনাই সেজে ওঠে গ্রাম থেকে শহর। আরে দীপাবলি মানে চোদ্দ প্রদীপ।কিন্তু এই বছর করোনার কারণে আর্থিক সংকটে ভুগছেন প্রদীপ ব্যবসায়ীরা।
করোনার কারণে এই উৎসবে মাটির প্রদীপের বিরাট একটা চাহিদা থাকে বাজার গুলোতে। কিন্তু এবার করোনা আবহে কোন চাহিদা নেই প্রদীপের।তাই চিন্তায় মাথায় হাত নদিয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের। কেন না তার প্রধান কারণ বাইরের কোন খদ্দের নেই। অন্যবার এখানকার প্রদীপ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে ব্যাপক চাহিদা ছিল। কিন্তু এবার করোনা আবহে কোন ক্রেতাই আসেন নি এখানে। ফলে প্রদীপ শিল্পীদের চরম আর্থিক সংকটে পড়েছে।