নিজস্ব সংবাদদাতা, বীরভূম:- আগস্ট মাসের ১৯ তারিখ রয়েছে কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যা হল শক্তিপীঠ তারাপীঠের অন্যতম উৎসব। কারণ এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। শুধু কৌশিকী অমাবস্যার দিন নয়, পাশাপাশি আগে ও পরের দিনগুলিতেও লক্ষ লক্ষ পূণ্যার্থীদের সমাগম ঘটে তারাপীঠে। যে কারণে এবছর করোনা সংক্রমণ ঠেকাতে বীরভূম জেলা প্রশাসন এবং তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হল আগামী ১২ই আগস্ট সকাল থেকে ২০ই আগস্ট পর্যন্ত টানা ৯ দিন সাধারণ পুণ্যার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দিরের দরজা। সাধারণ পুণ্যার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকলেও রীতি মেনে অমাবস্যার পূজা অর্চনা করবেন নির্দিষ্ট কয়েকজন সেবায়েত।
তারাপীঠ মন্দির বন্ধ রাখা ছাড়াও চলতি বছর কৌশিকী অমাবস্যা তারাপীঠ শ্মশানে কোনরকম হোম যজ্ঞের আয়োজন করা হবে না বলে জানান কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। মূলত করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভক্তদের প্রশাসনের এই সিদ্ধান্তে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।