করোনা জয়ীদের নিয়ে কোভিড-১৯ ক্লাব তৈরি করছেন বীরভূম জেলা প্রশাসন।

করোনা জয়ীদের নিয়ে কোভিড-১৯ ক্লাব তৈরি করছেন বীরভূম জেলা প্রশাসন।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১১ জুলাই :-▪ বীরভূম জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩২৬ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন ৩০০ জন। আর এই ৩০০ জন করোনা জয় করে বাড়ি ফেরা মানুষদের নিয়ে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে কোভিড-১৯ ক্লাব তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে শনিবার বীরভূমের সিউড়ির ডিআরডিসি হলে জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিং, মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা একটি আলোচনা সভার আয়োজন করেন। যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলার ৫০ জনের মত করোনা জয়ীরা। তাদের সামনে এদিন জেলা প্রশাসনের তরফ থেকে কোভিড-১৯ ক্লাব গঠন করার পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি তাদের কাছে দু ধরণের কাজের সুযোগ তুলে ধরা হয়। তারা চাইলে ১০০ দিনের কাজে নিজেদের নিয়োজিত করতে পারেন অথবা তারা নিজেদের করোনা যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের নিয়োজিত করতে পারেন।প্রশাসনিকভাবে যেটুকু জানা গেছে তাতে যে সকল করোনা জয়ীরা নিজেদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করতে চান তারা মাসে ১৫০০০ টাকা মত পারিশ্রমিক হিসাবে পেতে পারেন। আর ১০০ দিনের কাজের ক্ষেত্রে কাজের মতই উপার্জনের সুযোগ। এই প্রসঙ্গে বীরভূম জেলা শাসক মৌমিতা গোদারা বসু জানান, “যেহেতু ইনারা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তাই তাদের মধ্যে একটা ধারণা রয়েছে কিভাবে করোনা জয় করা যায়। করোনা জয় করার ক্ষেত্রে কেমন ভাবে নিজেদের প্রস্তুত করতে হয়। করোনা জয়ের ক্ষেত্রে কিভাবে নিয়মকানুন মেনে চলতে হয়। তাই এই সকল করোনা জয়ীদের বেছে নেওয়া হয়েছে এই ক্লাব গঠনের ক্ষেত্রে। অবশ্য যারা সদিচ্ছায় যোগ দিতে চান তাদেরই এই ক্লাবের সদস্য হিসাবে নেওয়া হবে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top