নিউজ ডেস্ক ১১অক্টোবর ২০২০:একে করোণায় রক্ষে নেই তার উপরে আবার দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। এবার বাড়ির বাইরে গিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আমেজ আর নেই।

তবে সংক্রমণের ভয় কাটিয়ে আপনি নিশ্চিন্তে ঘুরতে যেতে পারেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়ার জেলা প্রশাসনের তরফ থেকে পুরুলিয়ার সমস্ত সরকারি বেসরকারি হোটেল লজ কটেজ রিসোর্টের মালিক কর্মচারী এমনকি গাইডের ও করোনা পরীক্ষার ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর ব্যাবস্থা করেছেন জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিও। প্রসঙ্গত পুজোর সময় সমসময়েই পর্যটকদের ভিড়ে ব্যস্ত থাকে অযোধ্যা পাহাড় সেই ধারা এই বছরেও বজায় রাখতে এরকম সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সুতরাং ভাইরাস ফ্রি অযোধ্যা পাহাড় পুজোতে একবার ঘুরে দেখতেই পারেন