নিজস্ব সংবাদদাতা ৩১ ডিসেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা:করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে স্কুল-কলেজ বন্ধ।সরকারের নির্দেশে অনলাইন প্রক্রিয়াতে পঠন-পাঠন চালু থাকলেও বিশেষ কিছু কারনে সেই অর্থে গ্রামঞ্চলের অনেক জায়গায় এখনো পৌঁছায়নি অনলাইন পঠনপাঠনের প্রক্রিয়া।
প্রত্যেকের দাবি যেভাবে রাজনৈতিক বিভিন্ন সমাবেশ,ধর্মীয় অনুষ্ঠান সহ সমস্ত ধরনের অনুষ্ঠান চলছে।খোলা হয়েছে সমস্ত রকম শপিং মহল,সিনেমা হল,এমনকি বিনোদন পার্ক খোলা রয়েছে।সেখানে দাঁড়িয়ে কেন শিক্ষাপ্রতিষ্ঠান এভাবে দিনের পর দিন বন্ধ থাকছে তাই ছাএছাত্রীরা ঘরবন্দী হয়ে পড়েছে এবং পড়ুয়াদের আগামী ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে।তাই পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই এবার দীর্ঘ প্রায় দশ কিলোমিটার সাইকেল রেলির মাধ্যমে বিভিন্ন প্লাকাডের মাধ্যমে সমাজের মানুষের কাছে বার্তা দিতে পথে নামলেন স্কুল শিক্ষক থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। গোবরডাঙ্গা ইছাপুর স্কুল মাঠ থেকে শুরু করে গাইঘাটা হয়ে বিভিন্ন এলাকা ঘুরে গোবরডাঙ্গার ইছাপুর স্কুল মাঠে এসে শেষ করেন রেলি অনুষ্ঠান।রেলি শেষে পড়ুয়াদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় শিক্ষকদের পক্ষ থেকে।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় শতাধিক এর বেশি স্কুল পড়ুয়া থেকে শিক্ষকরা এমনকি অভিভাবকরাও।পড়ুয়াদের অভিভাবকরা দাবি করেন যদি দ্রুত স্কুল না খোলা হয় এবং পড়ুয়াদের পঠনপাঠন শুরু না হয় তাহলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হয়ে যাবে।পাশাপাশি ছেলেমেয়েরা ঘর বন্দী হয়ে ছেলেমেয়েদের ভবিষ্যৎ আরো বেশি ক্ষতি হচ্ছে।তাই তাদের দাবি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো করোনা বিধি মেনেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল এর দাবিতে খোলার জন্য আহ্বান জানান। পাশাপাশি স্কুলশিক্ষক থেকে পড়ুয়ারাও একই দাবি করেন।
আরও পড়ুন…দ্বিতীয় তারাপীঠ মন্দির তৈরি হচ্ছে পাঁশকুড়া