করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষের দেহেই রয়েছে করোনা প্রতিরোধক, বললেন বেঙ্গালুরুর অঙ্কোলজিস্ট

করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষের দেহেই রয়েছে করোনা প্রতিরোধক, বললেন বেঙ্গালুরুর অঙ্কোলজিস্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৮ মার্চ, করোনা আতঙ্কে আজ গোটা দেশবাসী গৃহবন্দী হয়ে রয়েছে।এই ভাইরাসকে প্রতিরোধ করতে চিকিৎসাবিদগণ অনবরত পরীক্ষা করে চলেছে। কিন্তু জানেন কি? মানুষের দেহেই রয়েছে এমন প্রতিরোধক যা কিনা যেকোনও ভাইরাস খতম করতে পারে।এমনটাই দাবি করেছেন বেঙ্গালুরুর এক অঙ্কোলজিস্ট বিশাল রাও, তিনি জানালেন মানুষের দেহের কোষগুলি থেকে এক ধরনের ইন্টারফেরন রাসায়নিক নিষ্কৃত হয় যা যেকোনও ধরণের ভাইরাস বিনাশ করতে সক্ষম। কিন্তু কোনও কোভিড-১৯ আক্রান্ত মানুষের দেহের কোষে তা হওয়া সম্ভব নয়। কারণ এই ভাইরাসে সংক্রমিত রোগীর দেহের প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যায়। ফলে বাইরে থেকে সেই সময় ইন্টারফেরন রাসায়নিক করোনা আক্রান্ত রোগীর দেহে ইনজেক্ট করলে তবেই তা ওই ভাইরাসকে বিনষ্ট করতে পারে বলে দাবি করেছেন অঙ্কোলজিস্ট।

কিন্তু এ কোনও টিকা নয়, তাই এই ধারণা ভুল যে এই টিকা নিলে আর কেউ কোভিড-১৯-এ আক্রান্ত হবে না। এই পদ্ধতিটি কেবলমাত্র যারা এই ভাইরাসে আক্রান্ত তাদের দেহেই কাজ করতে পারে বলে তিনি জানিয়েছেন।মানুষের দেহে এটি ইনজেক্ট করলে পুনরায় সংক্রমিতর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। তবে তিনি এও জানিয়েছেন যে, এই পরীক্ষায় তাঁরা খুবই প্রাথমিক স্তরে রয়েছেন। তিনি আশা করেছেন, চলতি সপ্তাহের শেষে একটা নির্দিষ্ট ফলাফল এবিষয়ে পাওয়া যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top