নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২২ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনতা কার্ফিউ ঘোষনা করার পর রবিবার জনবহুল শহরগুলি নির্জন হয়ে পরে।এর মধ্যে এক চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বলগোনা রেলগেট এলাকায়। এলাকায় হঠাৎ বেশ কিছু কাক ও কুকুরের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই পাখি ও পশু মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক গুজব ছড়িয়েছে এই এলাকায়।
ঘটনায় অনেকেই মনে করছেন, করোনা ভাইরাসের আক্রমণেই কাক ও কুকুর মারা যাচ্ছে। ঘটনার বিষয় জানাজানি হতেই তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা।গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ জানান, এটি সম্পূর্ণ গুজব। পশু পক্ষী মারা যাওয়ায় ঘটনা সঠিক হলেও, করোনা ভাইরাসের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে কি কারনে পাখি ও কুকুর মারা গেছে তার তদন্ত শুরু করা হয়েছে। কোনো বিষক্রিয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ১০টি কুকুর ও ২০টি কাক মারা গেছে। পাশাপাশি কয়েকটি কুকুর অসুস্থ হয়ে পড়েছে।