করোনা ভাইরাসের আতঙ্ককে উপেক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হল দম্পত্তি

করোনা ভাইরাসের আতঙ্ককে উপেক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হল দম্পত্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি, করোনা ভাইরাসের আতঙ্ককে উপেক্ষা করে চিনা প্রেমিকার সাথে বিয়ে করল পিন্টু জানা।করোনা ভাইরাসের আতঙ্ক নিয়ে যখন চিন,ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস,ঠিক সেই সময় এক অনন্য ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল।পিন্টু জানা পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়ার বাসিন্দা।আর প্রেমিকা এঞ্জেল চিনের গোয়াং প্রদেশের বাসিন্দা।

জানা যায়, ছোট মামার হাত ধরে চিনে সাত বছর আগে গার্মেন্টসের ব্যাবসা করতে গিয়েছিল পিন্টু।সেখানেই এঞ্জেলের সাথে পরিচয়।সেই পরিচয় ধীরে ধীরে প্রনয়ের সম্পর্ক গড়ে তোলে।সেই সম্পর্কের হাত ধরে মেয়ে ও ছেলের পরিবার সিদ্ধান্ত নেয় চার হাত এক করে দেওয়ার।একমাস আগেই চলতি মাসের চার তারিখ বিয়ের দিন স্থির হয়।হিন্দু মতে হবে সেই বিয়ে।সব ঠিক মতই চলছিল।১০-১২ দিন আগে হঠাৎ করে উদয় হওয়া করোনা ভাইরাস এক বাধার সৃষ্টি করে। বিয়ের কি হবে চিন্তায় পড়ে দুই পরিবার।
পিন্টু ও এঞ্জেলের পরিবার ঠিক করে বিয়ে হবে নির্দিষ্ট দিনেই বিয়ে হবে।কোন ভাবে মেয়ে এঞ্জেল ও ছেলে পিন্টু ভিসা নিয়ে ভারতে চলে এলেও চিনে আটকে পড়ে বরের জামাই ও কনের পুরো পরিবার।কিন্তু তারপরও রীতি মেনে বিয়ে সম্পন্ন হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top