নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৩১ মার্চ, করোনা ভাইরাসের জেরে সারা দেশে লকডাউন জারি হয়েছে। তাই অসহায় মানুষের মুখে একটু আহার তুলে দেওয়ার উদ্যোগ নিল সুপার সেমলেটার্স স্টিল প্ল্যান্ট জামুড়িয়া এবং সুপার শক্তি ফাউন্ডেশন কলকাতা উদ্যোগ নেয়।তাই আজ ডুবুরডি চেকপোস্ট বর্ডার এলাকার আটকে থাকা লরি চালক এবং খালাসি দের মুখে অন্ন তুলে দিলেন।পানীয়জলের বোতল লুচি, সবজি তাদের হাতে তুলে দিয়া হল তার সঙ্গে সঙ্গে ডুবুরডি নতুনবস্তি এলাকার গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।প্রায় তিনশ গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
সুপার সেমলেটার্স স্টিল প্ল্যান্ট জামুড়িয়া এবং সুপার শক্তি ফাউন্ডেশন কলকাতা এ। জি।এম লক্ষণ রাও বলেন, সারা দেশে এখন লকডাউন, খাবারের অভাবে যাতে কোনো গরীব মানুষ কষ্ট না পায়,তাদের কথা মাথায় রেখে আমাদের ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নেয় সাধারণ গরীব মানুষের পাশে দাঁড়াবার।তাই আজ আমরা ডুবুরডি চেকপোস্ট আটকে থাকা চালক,খালাসি এবং ডুবুরডি নতুনবস্তির গরীব মানুষের মধ্যে প্রায় ৩০০ জনের মধ্যে খাবার বিতরণ করা হল।তাছাড়া আজ আমাদের সঙ্গে উপস্থিত আছে দিলীপ আগারওয়াল(এ।বি। পি), অতনু মুখার্জী এবং সিকিউরিটি সহ আরও অনেকে।