নিউজ ডেস্ক, ১৪ অক্টোবর,২০২০: এই মুহূর্তের সব থেকে বড় খবর ,করোনা মুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। আগের থেকে কিছুটা স্থিতিশীল শারীরিক অবস্থা।
বেলভিউ হাদপাতালের সি ই ও এর তরফ থেকে ওই খবর জানানো হয়েছে। মাঝে মধ্যে চোখ খুলছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। লিভার, কিডনির কার্যক্ষমতা ও ব্লাড প্রেসার , অ্যামোনিয়ার পরিমান স্বাভাবিক হচ্ছে। হৃদযন্ত্র ও ফুসফুসের অবস্থাও খানিটা ঠিক হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। মাঝে মাঝে অক্সিজেন দিতে হচ্ছে বলেও জানা গিয়েছে। দুটি নতুন পদ্ধতিতে চিকিৎসা শুরু হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। একটি থার্মোসিন আলফা এবং অন্যটি ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিন। বিগত ২৪ ঘন্টায় আর নতুন করে অভিনেতার জ্বর আসেনি বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই চলছে লড়াই। বিগত কয়েকদিন অবস্থার অবনতি হলেও গত কাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে জানিয়ে ছিলেন তাঁর বাবার অবস্থা খানিকটা স্থিতিশীল।
