মুম্বাই :- ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনের শ্যুটিং শুরু করলেন বিগ-বি। নিজে তিনি এই বার্তা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ার পোস্টে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। ওনার সঙ্গে পুত্র অভিষেক বচ্চন এবং পুত্র বধূ ঐশ্বরিয়া বচ্চন ও নাতনি আরাধ্য বচ্চন করোনা আক্রান্ত হন। সম্প্রতি সকলেই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। সেরে ওঠার পর কেবিসির হাত ধরেই এই প্রথম বাড়ির বাইরে পা রাখলেন মেগাস্টার। তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন ‘পিপিই-র মধ্যে আবার কাজে ফেরা।’ প্রসঙ্গত, গত সপ্তাহেই নিজের ব্লগে করোনা পরবর্তী পর্যায়ে কীভাবে শ্যুটিং করবেন তার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন অমিতাভ বচ্চন ।