নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ, করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের একটি ক্লাব। গড়বেতা-৩ ব্লকের করমশোল কিশোর সংঘ শুক্রবার ১০ হাজার টাকার চেক প্রদান করলেন।
এদিন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত ও গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সমিতির সভাপতি আকাশদীপ সিনহার হাতে এই চেক তুলে দেন কিশোর সংঘের কর্মকর্তারা।