নিউজ ডেস্ক ১৬ অক্টোবর ২০২০:বিদেশে ঘুরতে যাওয়ার নাম নিলেই প্রথমে যে জায়গার কথা সবার আগে মাথায় আসে তাহল প্যারিসের আইফেল টাওয়ার।

তবে করোনা ভাইরাসের প্রকোপে প্রাণচঞ্চল এই জায়গা একপ্রকার নিস্তেজ হয়ে পড়েছে। গির্জা থেকে শুরু করে মিউজিয়াম লোকজন না থাকায় খাঁ খাঁ করছে চারিদিক। আসন্ন শনিবার থেকে প্যারিস,মার্সেই সহ ৯টি জায়গায় করোনা সংক্রমণ রুখতে ফের কার্ফু জারি করা হচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল এ প্রসঙ্গে বলেন,” করোনা সংক্রমন আটকাতে এটা করতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই”। এই কার্ফুর নীতি অনুযায়ী রাত ৯টা থেকে ভোর ৬টা অব্দি থাকবে শাট ডাউন। দিনের বেলা আংশিক ভাবে কিছু কিছু খোলা থাকবে। স্বাভাবিক ভাবেই এই কার্ফুর জেরে সমস্যায় পড়েছেন রেস্তোরাঁ এবং পাবের মালিকেরা। দিনের আংশিক সময়ে সেভাবে লোকজন আসবেনা। এরই মাঝে কিভাবে ৫মিনিটে করোনা সংক্রমণ জানা যায় তার পরীক্ষা পদ্ধতি নিয়ে খুব তাড়াতাড়িই আসছে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়।