নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩০ মার্চ, গোটা দেশ করোনা আতঙ্কে জর্জরিত।এর মধ্যে করোনা সংক্রান্ত নানান গুজব রটাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সরকার থেকে বারংবার অনুরোধ জানানো হচ্ছে, গুজব না ছড়াতে এবং গুজবে কান না দিতে। এরমধ্যে করোনা সংক্রমণ নিয়ে ফের গুজব শহরে। এবার হোয়াটসঅ্যাপ গ্রূপে ছড়ানো হলো সেই বিভ্রান্তি।
নিউ আলিপুর এলাকায় বল্ক পি তে ১৫ জন করোনা পজিটিভ, এমনটা শেয়ার হল প্রায় বহুজনের হোয়াটসঅ্যাপে। পাশাপাশি রাজ্য প্রশাসন এই খবর চেপে রাখতে চাইছে বলেও ছড়ানো হয় গুজব। এই গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত একটি বেসরকারি স্কুলের নাম। তল্লাশি নিয়ে জানা যায়, সেই স্কুলের স্মার্ট জুনিয়র হোয়াটসঅ্যাপ গূপে এই বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। অভিযোগ পেয়ে গতকাল ওই মহিলাকে গ্রেফতার নিউ আলিপুর থানার পুলিশ। আজ তাকে আলিপুর আদালতে তোলা হবে।