নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৬ জুলাই :- করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা শিলিগুড়ি বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ির মাটিগাড়ার কাছে বেসরকারি নার্সিংহোম থেকে তাকে ছুটি দেওয়া হয়। ছুটি পেয়ে এদিন বামনেতা তথা বিধায়ক অশোক ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রী ও আমলাদের ধন্যবাদ জানান। এদিন অশোক ভট্টাচার্য হাসপাতাল থেকে বের হওয়ার আগে ওই বেসরকারি নার্সিংহোমে কর্মরত চিকিৎসক ও নার্সদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। হাসপাতাল থেকে তিনি শিলিগুড়ির সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে আসেন সেখানে দলীয় কর্মীরা তাঁকে স্বাগত জানান। এখান থেকেই অশোক ভট্টাচার্য সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে ঢোকার আগে তার বাড়ির সামনে ভিড় করে তার প্রতিবেশী ও বাম নেতাকর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতি উষ্মা প্রকাশ করেন একই সঙ্গে তিনি বলেন উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থা ভালো করা প্রয়োজন রয়েছে।
করোনা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অশোক ভট্টাচার্য, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি।
করোনা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অশোক ভট্টাচার্য, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তিনি।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram