নদিয়া – নদিয়ার পরিযায়ী শ্রমিক দম্পতিকে চুরির অপবাদ দিয়ে মারধরের অভিযোগ উঠল কর্নাটক পুলিশের বিরুদ্ধেও। পরিবার সূত্রে জানা গিয়েছে, পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার বাসিন্দা রাজিম শেখ ও তাঁর স্ত্রী সুন্দরী বিবি জীবিকার তাগিদে বেঙ্গালুরুতে কাজ করতেন। রাজিম নোংরা ফেলা গাড়ির চালক, আর সুন্দরী পরিচারিকার কাজ করেন। অভিযোগ, যাঁর বাড়িতে সুন্দরী কাজ করতেন, সেখান থেকে একটি মূল্যবান গয়না হারিয়ে যায়। সন্দেহ যায় সুন্দরীর উপরেই।
৩০ অক্টোবর সকালে বাড়ির মালকিন পরীক্ষা হিসেবে সোফার নিচে ১০০ টাকার নোট ফেলে রাখেন। ঘর পরিষ্কার করার সময় সুন্দরী নোটটি হাতে তুলে নেন। সেই দৃশ্য সিসিটিভিতে দেখে মালকিন তাঁকে হাতেনাতে চোর বলে অভিযুক্ত করেন ও বেধড়ক মারধর করেন। পরে রাজিমকে ডেকে তাঁকেও মারধর করা হয়। এরপর স্থানীয় থানায় খবর দিয়ে দম্পতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগ, থানায় নিয়ে গিয়ে বাংলা ভাষায় কথা বলায় পুলিশ তাঁদের বাংলাদেশি ভেবে আরও মারধর করে। অবশেষে স্থানীয় এক সমাজসেবী সংগঠনের হস্তক্ষেপে রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সংগঠনের সদস্যরাই আহত দম্পতিকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা ছুটি পেলেও আতঙ্কে দিন কাটছে তাঁদের। এই ঘটনার খবর পলাশিপাড়ায় পৌঁছতেই ক্ষোভে ফুঁসছে এলাকা। পরিযায়ী শ্রমিকদের উপর এই অমানবিক আচরণের প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে।



















