কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু, গান স্যালুটে বিদায় বনগাঁর পুলিশ আধিকারিক বিশ্বজিৎ চক্রবর্তীকে

কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু, গান স্যালুটে বিদায় বনগাঁর পুলিশ আধিকারিক বিশ্বজিৎ চক্রবর্তীকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর 24 পরগণা – ভোরের আলো ফোটার সময়, যখন শহর ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই যশোর রোডের দোগাছিয়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ লাইনে কর্মরত এএসআই বিশ্বজিৎ চক্রবর্তী। এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বনগাঁ পুলিশ মহলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বজিৎবাবুর বাড়ি বনগাঁর খয়রামারি এলাকায় হলেও, আদিবাড়ি গাইঘাটা থানার দোগাছিয়ায়। কর্মসূত্রে তিনি বনগাঁয় থাকতেন। শনিবার সকালে দোগাছিয়া থেকে স্কুটি চালিয়ে বনগাঁর দিকে ফিরছিলেন তিনি। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ৪০৭ গাড়ি সজোরে তাঁর স্কুটিতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে বিশ্বজিৎবাবুর পরিবারে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, সহকর্মীরাও যেন বিশ্বাসই করতে পারছিলেন না এই আকস্মিক মৃত্যু।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সহকর্মীদের কথায়, বিশ্বজিৎবাবু ছিলেন অত্যন্ত কর্তব্যনিষ্ঠ ও পরিশ্রমী অফিসার—সবসময় দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে।

এদিন ময়নাতদন্ত শেষে বনগাঁ পুলিশ লাইনে তাঁকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়। সহকর্মীরা চোখের জলে বিদায় জানান প্রিয় অফিসারকে। বনগাঁর পুলিশ মহল আজ শোকস্তব্ধ—একজন আদর্শ ও নিবেদিতপ্রাণ পুলিশ অফিসারকে হারাল তারা।


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top