হিমাচল কর্নাটকে জোর ধাক্কা খেলো বিজেপি, ভালো ফল করলো কংগ্রেস । ২০১৯ সালে লোকসভা ভোটে বিরাট জয় পাওয়ার দু’ বছর যেতে না যেতেই উপনির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি। তাদের দখলে থাকা হিমাচল প্রদেশ, কর্নাটকে পর্যন্ত মুখ থুবড়ে পড়লো গেরুয়া শিবির। তিনটি লোকসভা আসনে উপনির্বাচনে মাত্র একটিতেই জিতল বিজেপি। বাকি আসনে বেরিয়ে গেল কংগ্রেস।
তিনটি লোকসভা আর ২৯টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হল আজ। হিমাচলে ফতেপুর, আরকি বিধানসভা আসন নিজেদের দখলেই রেখেছেন কংগ্রেস। পাশাপাশি বিজেপি–র থেকে জুব্বল–কোটাখাই বিধানসভা আসন ছিনিয়ে নিল কংগ্রেস। মাণ্ডি লোকসভা কেন্দ্রেও জয়ী হল। সেখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভা। ন’ হাজার ভোটে জিতেছেন তিনি।
বিজেপি সভাপতি জেপি নাড্ডার গড় হিমাচলেই জোর ধাক্কা খেল বিজেপি। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির মূল্যবৃদ্ধি আর বেকারত্বই এই রাজ্যে শাসকদল বিজেপি–কে ডোবাল। টুইটারে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার উপদেশ, ‘মোদিজি, ঔদ্ধত্য ঝেড়ে ফেলুন।’ টুইটারে রাহুল গান্ধী লিখলেন, ‘কংগ্রেসের সব জয় দলীয় কর্মীদের জয়। হিংসার বিরুদ্ধে লড়াই চলুক। ভয় নেই।’
আর ও পড়ুন ফের রাজ্যে স্বস্তি কেড়ে নিল কোভিড পরিস্থিতি
কেন্দ্রশাসিত অঞ্চল দাদার ও নগর হাভেলির একমাত্র লোকসভা আসনটি জিতেছে শিবসেনা। এই প্রথম মহারাষ্ট্রের বাইরে কোনও লোকসভা আসনে জিতল তারা। গুজরাত সংলগ্ন ওই লোকসভা আসনে প্রয়াত নির্দল সাংসদ মোহন দেলকরের স্ত্রী কলাবেনকে প্রার্থী করে জয় পেল শিবসেনা।
মধ্যপ্রদেশের খণ্ডওয়া লোকসভা আসন ধরে রেখেছে বিজেপি। তবে জয়ের ব্যবধান কমে গিয়েছে। কর্নাটকে বড় ধাক্কা খেল শাসকদল বিজেপি। ক্ষমতায় থেকেও লাভ হল না। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের গড় হাঙ্গালে হারল বিজেপি। সেখানে খোদ মুখ্যমন্ত্রী এসে ১০ দিন প্রচার করেছিলেন। তাও লাভ হল না।
উল্লেখ্য, হিমাচল কর্নাটকে জোর ধাক্কা খেলো বিজেপি, ভালো ফল করলো কংগ্রেস । ২০১৯ সালে লোকসভা ভোটে বিরাট জয় পাওয়ার দু’ বছর যেতে না যেতেই উপনির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি। তাদের দখলে থাকা হিমাচল প্রদেশ, কর্নাটকে পর্যন্ত মুখ থুবড়ে পড়লো গেরুয়া শিবির। তিনটি লোকসভা আসনে উপনির্বাচনে মাত্র একটিতেই জিতল বিজেপি।
বাকি আসনে বেরিয়ে গেল কংগ্রেস। তিনটি লোকসভা আর ২৯টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হল আজ। হিমাচলে ফতেপুর, আরকি বিধানসভা আসন নিজেদের দখলেই রেখেছেন কংগ্রেস। পাশাপাশি বিজেপি–র থেকে জুব্বল–কোটাখাই বিধানসভা আসন ছিনিয়ে নিল কংগ্রেস। মাণ্ডি লোকসভা কেন্দ্রেও জয়ী হল। সেখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভা। ন’ হাজার ভোটে জিতেছেন তিনি।