কর্নাটকে পিকনিকের আনন্দে মৃত্যু: তীব্র স্রোতে ভেসে গেল এক পরিবার, মৃত ২, নিখোঁজ ৪

কর্নাটকে পিকনিকের আনন্দে মৃত্যু: তীব্র স্রোতে ভেসে গেল এক পরিবার, মৃত ২, নিখোঁজ ৪

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – পিকনিকের আনন্দ মুহূর্তেই পরিণত হল বিষাদে। কর্নাটকের তুমাকুরু জেলায় মার্কোনাহাল্লি বাঁধে তীব্র জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের দুই সদস্যের। এখনও নিখোঁজ রয়েছেন আরও চারজন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তুমাকুরুর পুলিশ সুপার অশোক কেভি জানিয়েছেন, মঙ্গলবার প্রায় ১৫ জন মার্কোনাহাল্লি বাঁধে পিকনিকে গিয়েছিলেন। তাঁদের মধ্যে মহিলা ও শিশু-সহ সাতজন জলে নামেন। সেই সময় হঠাৎই সাইফন সিস্টেম থেকে জল ছেড়ে দেওয়া হয়, ফলে মুহূর্তের মধ্যেই প্রচণ্ড স্রোত তৈরি হয়। আর সেই স্রোতে ভেসে যান সাতজন।

ঘটনা জানাজানি হতেই পুলিশ ও দমকলের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নওয়াজ নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করে আদিচুনচানাগিরি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সাজিয়া ও আরবিন নামে দুইজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

এখনও নিখোঁজ রয়েছেন চারজন — তাবাসসুম (৪৫), শাবানা (৪৪), মিফরা (৪) এবং মাহিব (১)। বুধবার সকাল থেকে ফের জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ ও দমকল। জানা গিয়েছে, মৃত ও নিখোঁজরা একই পরিবারের সদস্য। তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সেখান থেকে পিকনিকে গিয়েছিলেন।

মার্কোনাহাল্লি বাঁধের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, প্রাকৃতিক কারণে হঠাৎ জলের স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে কেন এবং কীভাবে সাইফন সিস্টেম থেকে হঠাৎ জল ছাড়া হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে তুমাকুরু পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top