কর্মতীর্থে বিভিন্ন প্রতিযোগিতা পুরুলিয়ায়। দেবেন মাহাতো, মেডিকেল কলেজে গত পইলা নভেম্বর পুরুলিয়ার জন্মদিন উপলক্ষে পুরুলিয়া পৌরসভার উদ্যোগে তথা মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চালু হয়েছিল দেবেন মাহাতো মেডিকেল কলেজ এবং হসপিটালে মা চিকেন সেন্টার,
৫ টাকায় পেট ভর্তি খাবার, সঙ্গে মেনু ভাত ডাল সবজি একটি করে ডিম সিদ্ধ বলে জানা যায় এ বিষয়ে জানাই পুরুলিয়া মিউনিসিপালিটি চেয়ারম্যান নবেন্দু মাহালী, উদ্বোধন করেছিলেন পুরুলিয়া জেলা শাসক রজত নন্দা এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি প্রদীপ দাগা সহ অন্যান্যরা পৌরসভার চেয়ারম্যান জানায় প্রতিদিন ২০০ জনের খাবার দেয়া হবে।
দুপুর ১২ টা থেকে দুটো পর্যন্ত, তাই আজ হঠাৎ করে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায় প্রাক্তন মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তি রাম মাহাতো, রোগীদের আত্মীয়-স্বজনদের যাতে ভালোভাবে খাবার খেতে পারে সে বিষয়ে পরিদর্শন করলেন। রোগীর আত্মীয়দের মধ্যে জানাই আমরা প্রাক্তন মন্ত্রী সামনে পেয়ে খুব খুশিপূর্ণচন্দ্র রক্ষিত,, প্রতিবছরের মত আজ শুক্রবার পুরুলিয়া শহরের দুলমি নডিহা এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
অনুপ্রেরণায় কর্মতীর্থ কেন্দ্রে হস্ত শিল্প প্রতিযোগিতায় ও প্রদর্শনীয় প্রতিযোগিতা হলো আজ ২০২২ ২৩, ফিতে কেটে উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতিমা সরেন, এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য নমিতা সিং মুড়া, পুরুলিয়া জেলার বঙ্গ জননীর সভানেত্রী নিয়তি মাহাতো সহ জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ হলধর মাহাতো এছাড়া অন্যান্যরা। কর্মতীর্থে বিভিন্ন