কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের FCI গোডাউনের সামনে বিক্ষোভ

কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের FCI গোডাউনের সামনে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের FCI গোডাউনের সামনে বিক্ষোভ। অশোকনগর কচুয়া মোড়ের কাছে FCI গোডাউনের মূল গেটে এলাকাবাসীর বিক্ষোভ। গোডাউনের কাজে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে এই আন্দোলন করা হয়। বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ এই বিক্ষোভে শামিল হয়। বিক্ষোভকারী ৬০-৭০ জনের দলে বেশ কিছু মানুষের হাতে দেখা যায় তাদের দাবি-দাওয়া সংক্রান্ত প্লাকার্ড।

 

প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর গোডাউনের লেবারদের দায়িত্বে থাকা কন্টাকটারের এক প্রতিনিধি এসে বিক্ষোভকারীদের দাবি দাবা নিয়ে লিখিত ভাবে তাদের কাছে জানাতে বলে। এবং যোগ্যতা অনুসারে তাদের কাজ দেওয়া হবে থাই বিক্ষোভকারীদের কাছ থেকে যারা কাজ করতে ইচ্ছুক তাদের একটি তালিকাও চাওয়া হয়। এই প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। যদিও ঘটনার জন্য গোডাউনের সামনে রাস্তায় বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। প্রভাব পড়ে মাল লোডিং আনলোডিংয়ের কাজে।

আর ও পড়ুন    ভিটেমাটিতে ফিরে এলো সাতটি পরিবার

উল্লেখ্য,অশোকনগর কচুয়া মোড়ের কাছে FCI গোডাউনের মূল গেটে এলাকাবাসীর বিক্ষোভ। গোডাউনের কাজে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে এই আন্দোলন করা হয়। বিভিন্ন বয়সের মহিলা ও পুরুষ এই বিক্ষোভে শামিল হয়। বিক্ষোভকারী ৬০-৭০ জনের দলে বেশ কিছু মানুষের হাতে দেখা যায় তাদের দাবি-দাওয়া সংক্রান্ত প্লাকার্ড । প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর গোডাউনের লেবারদের দায়িত্বে থাকা কন্টাকটারের এক প্রতিনিধি এসে বিক্ষোভকারীদের দাবি দাবা নিয়ে লিখিত ভাবে তাদের কাছে জানাতে বলে।

 

এবং যোগ্যতা অনুসারে তাদের কাজ দেওয়া হবে থাই বিক্ষোভকারীদের কাছ থেকে যারা কাজ করতে ইচ্ছুক তাদের একটি তালিকাও চাওয়া হয়। এই প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। যদিও ঘটনার জন্য গোডাউনের সামনে রাস্তায় বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। প্রভাব পড়ে মাল লোডিং আনলোডিংয়ের কাজে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top