পুলিশ কর্মীকে খুনের চেষ্টা ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গ্রেফতার চার

পুলিশ কর্মীকে খুনের চেষ্টা ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গ্রেফতার চার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পুলিশ কর্মীকে খুনের চেষ্টা ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে গ্রেফতার চার। সরকারী কাজে বাঁধা ও পুলিশের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগে অবশেষে গ্রেফতার হল চার যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভুপতিনগর থানার এলাকায়। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ চার অভিযুক্ত দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল সুশান্ত ঘোড়াই , নিতাই ঘোড়াই , সনোজিৎ ঘোড়াই ও রাধাশ্যাম ঘোড়াই। প্রত্যেকের বাড়ি ভুপতিনগর থানার বাসুদেববেড়িয়া এলাকার বাসিন্দা। শুক্রবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানাগেছে, গত কয়েকমাস ধরেই ভুপতিনগর থানার বিস্তীর্ণ এলাকা থেকে একাধিক বাইক চুরি যাচ্ছিল। পুলিশ অভিযুক্তদের ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। গত কয়েকদিন আগেই ভুপতিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে বাইক চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম মেদিনীপুরে এক দাগি দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে। অভিযুক্তের কাছ থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে।

 

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে চুরি চক্রের মূলপাণ্ডা রয়েছে ভূপতিনগর থানার বাসুদেববেড়িয়া এলাকায়‌। গত ৪ ই মার্চ গ্রামের একটি পূজা অনুষ্ঠান চলছিল। সেখানেই অভিযুক্ত এসেছে বলে পুলিশের কাছে গোপন খবর আসে। অভিযুক্ত দুষ্কৃতিকারীকে ধরতে ভুপতিনগর থানার এক পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন হানা দেয় ওই গ্রামে। অভিযুক্তকে দেখতে পেয়ে ধরতে ঝাঁপিয়ে পড়ে ভুপতিনগর থানার এক পুলিশ আধিকারিক।

আর ও পড়ুন    মমতার জনপ্রিয়তা কি ছাপিয়ে যাবেন কেজরিওয়াল? উঠছে প্রশ্ন

গ্রামবাসীরা পুলিশ কর্মীকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। পাশাপাশি অভিযুক্ত দুষ্কৃতিকারী যুবককে পালাতে সাহায্য করে। পুলিশ অভিযুক্তকে ধরতে না পেরে খালি হাতে ফিরে আসতে হয়। গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এরপর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা রুজু করে। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে পুলিশের উপর প্রাণঘাতী হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ অভিযুক্ত দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে।

 

ভুপতিনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন ” পুলিসকর্মীর প্রাণঘাতী হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে “।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top