কর্মীদের ক্লাস নেবেন নেতারা, জেলা জুড়ে ওয়ার্কশপ করবে তৃণমূল। এবার আলিপুরদুয়ার জেলা জুড়ে তৃণমূলের তরফে দলীয় কর্মীদের নিয়ে কর্মশালা করা হবে। মূলত রাজ্য সরকারের কমবেশি ৭০ টি সামাজিক প্রকল্প সম্পর্কে সচেতন করা হবে বুথ থেকে ব্লক স্তরের কর্মীদের।পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কারনে কিভাবে রাজ্যের প্রকল্প গুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাও তুলে ধরা হবে শিবিরে।প্রাথমিকভাবে পরিকল্পনা জেলার প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে বুথের সদস্যদের নিয়ে ন্যুনতম একটি করে ওয়ার্কশপ করা।
সম্ভব হলে বুথ স্তরে গিয়েও একইভাবে ওয়ার্কশপ আয়োজন করা হবে।ডিসেম্বর মাসের ২০ তারিখের পর থেকেই চলবে নতুন কর্মসূচি।মূলত তৃণমূলের শীর্ষ নেতারা ছাড়াও প্রতিটি ওয়ার্কশপে ক্লাস নেবেন দলের শিক্ষক সংগঠনের সিংহভাগ সদস্য।গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন কর্মসূচিকে যথেষ্টই গুরুত্বপূর্ণ মনে করছেন জেলা তৃণমূল নেতারা।মঙ্গলবার তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির বৈঠক ছিল।বৈঠক শেষে দলের জেলা সভাপতি প্রকাশ চিকবরাইক বলেন, আমরা চা বাগানে তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের তরফে ইতিমধ্যেই চা শ্রমিকদের নিয়ে বিশেষ শিবির করেছি।
এবার জেলার ৬৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় শিবির করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।দলের ১২০০ বুথ কমিটি আগামী ২০ দিনের মধ্যেই সম্পুর্ন হয়ে যাবে।আমরা চাইছি কর্মীদের সকলেই সরকারি প্রকল্প সম্পর্কে, কেন্দ্রের বঞ্চনা সম্পর্কে ওয়াকিবহাল থাকুক।তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, এই মুহুর্তে রাজ্য সরকারের তরফে কমবেশি ৭০ টি প্রকল্প সক্রিয় রয়েছে।
তবে অনেক শিক্ষিত মানুষও পরপর ৭০ টি প্রকল্পের নাম বলতে পারবেন না। আমরা নিজেদের অভিজ্ঞতায় এও দেখেছি কোন মানুষ হয়তো নির্দিষ্ট কোন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে প্রকল্পটি সম্পর্কে জানেন না।একবার শিবির গুলি সম্পুর্ন হলেই জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে নির্দিষ্ট ফর্ম নিয়ে যাবেন কর্মীরা।প্রতিটি পরিবার কিকি সুবিধা পাচ্ছে,কিকি সুবিধা পাচ্ছেনা তাও সার্ভে করে দেখা হবে।
আরও পড়ুন – আর্সেনিকমুক্ত জল তৈরিতে ‘পেটেন্ট’ পেলেন রায়গঞ্জের অধ্যাপক স্পন্দন ঘোষ
উল্লেক্ষ্য,পুরসভা নির্বাচনের আগেও আলিপুরদুয়ার, ফালাকাটা দুই পুরসভার প্রতিটি বাড়িতে ফর্ম হাতে সার্ভেতে ছিল তৃণমূল কর্মীরা। এবার পঞ্চায়েত নির্বাচনেও অনেক আগেই সার্ভের কাজ শুরু হবে। স্বাভাবিক ভাবেই ওয়ার্কশপকে যথেষ্টই গুরুত্ব দেওয়া হচ্ছে।জানা গেছে, ২০ ডিসেম্বরের পর থেকেই শিক্ষকদের একাংশ লম্বা ছুটি পাবেন।সক্রিয় রাজনীতিতে রয়েছেন এমন শিক্ষকদের শিবিরে পাওয়া যাবে।
এদিকে,মঙ্গলবার বেশ কিছু ঘোষণা করেছেন প্রকাশ চিকবরাইক।জানিয়েছেন, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকে ৭ ডিসেম্বর আসছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।আগামী ১ সপ্তাহের মধ্যে জেলার ৬৭ টি অঞ্চলের কমিটি ঘোষণা করা হবে।২০ ডিসেম্বরের মধ্যে শেষ হবে ১২০০ বুথ কমিটি গঠনের কাজ।দলের জেলা কমিটির প্রতিটি সদস্যকে বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে।