কর্মীদের সঙ্গে মাটিতে বসে সভা শুনলেন মন্ত্রী অরূপ রায়। হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে এসে মঞ্চের তলায় কর্মীদের সঙ্গে মাটিতে বসেই সভা শুনলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।রবিবারের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। কিন্তু হাওড়ার শরৎ সদনে অত্যধিক ভীড়ের কারণে অধিকাংশ কর্মী হলে আসন না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন।
মঞ্চ থেকে তা নজর এড়ায়নি অরূপ রায়ের। আচমকাই তিনি মঞ্চ থেকে নিচে নেমে আসেন। মাটিতেই বসে পড়েন মন্ত্রী। দলের সাধারণ কর্মীরা মন্ত্রীকে মাটিতে বসতে দেখে সাধারণ কর্মীরাও খুশিতে ফেটে পড়েন। মঞ্চে অন্য বক্তাদের ভাষণ চলাকালীন পুরোটাই মঞ্চের নিচে মাটিতে বসে শোনেন অরূপবাবু। এই বিষয়ে অরূপ রায় পরে সাংবাদিকদের বলেন, বহু কর্মী শরৎ সদন হলে সিটে বসতে পারেননি। কর্মীদের ভীড়ের কারণে হলে অনেকের জায়গা হয়নি। হলের বাইরেও অনেক কর্মী ছিলেন। ওদের সঙ্গে আমিও মাটিতে বসেছিলাম।
আরও পড়ুন – মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি মহাযজ্ঞ
উল্লেখ্য, হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে এসে মঞ্চের তলায় কর্মীদের সঙ্গে মাটিতে বসেই সভা শুনলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।রবিবারের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। কিন্তু হাওড়ার শরৎ সদনে অত্যধিক ভীড়ের কারণে অধিকাংশ কর্মী হলে আসন না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। মঞ্চ থেকে তা নজর এড়ায়নি অরূপ রায়ের।
আচমকাই তিনি মঞ্চ থেকে নিচে নেমে আসেন। মাটিতেই বসে পড়েন মন্ত্রী। দলের সাধারণ কর্মীরা মন্ত্রীকে মাটিতে বসতে দেখে সাধারণ কর্মীরাও খুশিতে ফেটে পড়েন। মঞ্চে অন্য বক্তাদের ভাষণ চলাকালীন পুরোটাই মঞ্চের নিচে মাটিতে বসে শোনেন অরূপবাবু। এই বিষয়ে অরূপ রায় পরে সাংবাদিকদের বলেন, বহু কর্মী শরৎ সদন হলে সিটে বসতে পারেননি। কর্মীদের ভীড়ের কারণে হলে অনেকের জায়গা হয়নি। হলের বাইরেও অনেক কর্মী ছিলেন। ওদের সঙ্গে আমিও মাটিতে বসেছিলাম।