পূর্ব মেদিনীপুর – নন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কলকাতাগামী একটি সরকারি বাস দীঘা থেকে আসার পথে বাখরাবাদের কাছে পেছনের চারটি চাকা খুলে যায়। বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বাঁ দিকে ভ্রাম্যমাণ হয়ে সোজা নয়ানজুলিতে পৌঁছে।
দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাদের দ্রুত উদ্ধার করে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার কারণে কিছুটা সময় যানজটের সৃষ্টি হয়, তবে নন্দকুমার থানা প্রশাসনের তৎপরতায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।




















