কলকাতায় ক্রীড়া নক্ষত্রদের সম্মানে সিএসজেসির স্বর্ণালী সন্ধ্যা

কলকাতায় ক্রীড়া নক্ষত্রদের সম্মানে সিএসজেসির স্বর্ণালী সন্ধ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – দীপাবলির পর নিউটাউনের একটি অভিজাত ব্যাঙ্ককোয়েটে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের (CSJC) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র — লিয়েন্ডার পেজ, সৌরভ গঙ্গোপাধ্যায় ও দিলীপ তিরক। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন সুজিত বসু, সঙ্গে ছিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

বার্ষিক অনুষ্ঠানটি কয়েক বছর ধরেই ধুমধাম নিয়ে হয়ে আসছে। এইবারও বছরের সেরা পারফর্মারদের সম্মাননা প্রদান করা হয়। জীবন কৃতি সম্মান প্রদান করা হয়েছে ভারতীয় টেনিস আইকন লিয়েন্ডার পেজ এবং হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরককে। বিশেষ পুরস্কার পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

লিয়েন্ডার পেজ বলেন, “আমি ভারত তথা বিশ্বের যে কোনো প্রান্তে খেলি না কেন আমার হৃদয় থাকে কলকাতায়। ক্রীড়াবিদ হওয়ার অনুপ্রেরণা আমি পেয়েছি বাবা ভেস পেজ থেকে। এই সম্মান আমি আমার প্রয়াত পিতাকে উৎসর্গ করছি।”

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “এখানে আসতে পেরে আমি আনন্দিত। ১৭ বছর আগে প্রথমবার পুরস্কার পেয়েছিলাম। এটি সারা বছরের প্রচেষ্টার ফল। আগামী দিনগুলোতেও পারফরম্যান্স ধরে রাখা জরুরি। সাংবাদিক ও খেলোয়াড় সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। আগামী বছর সিএবিতে অনুষ্ঠানটি করার পরিকল্পনা রয়েছে।”

ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরক বলেন, “কলকাতায় খেলাধুলার পরিবেশ অত্যন্ত ভালো। দীর্ঘদিন পর এখানে আসতে পেরে ভালো লাগছে।” তিনি নিজের একটি জার্সি সিএসজেসি মিউজিয়ামের জন্য উপহার দেন।

বছরের সেরা ক্রিকেটার হলেন আকাশদীপ, সেরা ফুটবলার শুভাশিস বসু, সেরা মহিলা ফুটবলার সঙ্গীতা বাসফোর, সেরা কোচ কিভু ভিকুনা, এবং সেরা টেবিল টেনিস খেলোয়াড় ঐহিকা মুখোপাধ্যায়। অন্যান্য খেলাধুলার কৃতিত্বের ক্ষেত্রেও সম্মাননা প্রদান করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top