কলকাতা – কলকাতার সল্টলেকের বাসিন্দা এক কিশোরী ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রবিবার মৃত্যু হয়েছে। মৃতার নাম রূপসী জানা, যিনি বিধাননগর পৌরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের ইএসআই হাউসিং কমপ্লেক্সে থাকতেন। পুজোর সময়েই তিনি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফেরা হলো না।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, কিশোরীর জ্বর শুরু হয়েছিল বিগত ২৫ সেপ্টেম্বর। প্রথমে পরীক্ষা করালেও কিছু ধরা পড়েনি। সপ্তমীর দিন পর্যন্ত স্বাভাবিক থাকা সত্ত্বেও পরে পুনরায় রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি ধরা পড়ে। ২ অক্টোবর, দশমীর দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং রবিবার মৃত্যু হয়। রূপসীর বাবা জানান, “ধীরে ধীরে অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তৎপর থাকলেও অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
জানা গেছে, একই পরিবারের আরও একজন—কিশোরীর দিদা—ও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ষষ্ঠীর দিন হাসপাতাল ভর্তি হয়েছিল। একই পরিবারের দুইজনের আক্রান্ত হওয়ার খবর এবং রূপসীর মৃত্যু এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে, বিধাননগর পৌরনিগম জানিয়েছে, ডেঙ্গি প্রতিরোধ ও সচেতনতার জন্য এলাকায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কারও বাড়িতে যাতে জমে থাকা জল না থাকে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। এছাড়া, স্থানীয়দের মধ্যেও সচেতনতা বাড়ানোর জন্য প্রচার কার্যক্রম চালানো হচ্ছে, যাতে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়।
