রাজ্য – অবশেষে শহরজুড়ে নামলো শীতের আমেজ। এক ধাক্কায় অনেকটাই কমেছে কলকাতার তাপমাত্রা। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮২ শতাংশ। ফলে সকাল থেকেই শহর জুড়ে হালকা ঠান্ডা হাওয়া আর শিরশিরে আবহে উৎসবের আমেজ ছড়িয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’তিন দিনের মধ্যেই তাপমাত্রা আরও কিছুটা নামবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে আসতে পারে। আলিপুর হাওয়া অফিসের মতে, এই ঠান্ডার পেছনে মূল কারণ পশ্চিমী হাওয়ার প্রবাহ, যা শীতের আগমনী সুর বয়ে এনেছে। ফলে জাঁকিয়ে শীত পড়তে এখন আর বেশি দেরি নেই।
বিগত কয়েকদিন ধরেই শহরের পারদ নিম্নমুখী। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারে তিন ডিগ্রি কমে গিয়েছিল তাপমাত্রা। এরপর শনিবার ও রবিবার আরও কমেছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কুড়ি ডিগ্রির নিচে নামবে কলকাতার তাপমাত্রা—রবিবার সকালেই সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলো। সোমবার থেকে ঠান্ডা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
চলতি বছরে শীত দীর্ঘমেয়াদি হতে পারে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের শুরু থেকেই শীতের ইঙ্গিত মিলছে গোটা বাংলায়। দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে মধ্যনভেম্বর নাগাদ পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা থাকলেও, তার পরই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি কমতে পারে। ইতিমধ্যে পুরুলিয়ার তাপমাত্রা গত কয়েকদিনে প্রায় ৮ ডিগ্রি কমেছে। সেখানে আগামী সপ্তাহে পারদ ১৫ ডিগ্রির নিচেও নামতে পারে।




















