কলকাতায় ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এজরা স্ট্রিটের বহুতল ও আশপাশে আগুন ছড়াল

কলকাতায় ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড, এজরা স্ট্রিটের বহুতল ও আশপাশে আগুন ছড়াল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – শনিবার ভোরে ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টেরিটি বাজারের উলটো দিকে এজরা স্ট্রিটের একটি বহুতলের বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ভোর সাড়ে পাঁচটার দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। এখনও পর্যন্ত ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। কয়েক ঘণ্টা কেটে গেলেও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল।

ঘিঞ্জি বহুতল এবং তাতে থাকা দোকানের ঘনত্বের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। কালো ধোঁয়া ঢেকে দিয়েছে পুরো এলাকা। দমকল জানিয়েছে, ভিতরে কেউ আটকে নেই, তবে ঘিঞ্জি কাঠামোর কারণে আগুন নেভাতে কিছুটা সময় লাগছে। কাচের জানলা ভেঙে ধোঁয়া বের করার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ভোরবেলা আগুন লেগে থাকায় দোকানগুলো বন্ধ ছিল, ফলে আগুনের সঠিক উৎস চিহ্নিত করতে কিছুটা অসুবিধা হচ্ছে।

স্থানীয়রা দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ, নানারকম আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আগুন নেভাতে যথাযথ তৎপরতা দেখানো হয়নি। এদিকে, রাজনৈতিক রঙও লেগেছে অগ্নিকাণ্ডে। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক বলেন, গত ২২ বছর ধরে বহুতলটিতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি মেয়রসহ একাধিক কর্মকর্তাকে চিঠি দিয়েও কোন ফল পাননি। চোখের নিমেষে ব্যবসাস্থল পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top