কলকাতায় মেসির ‘গোট কনসার্ট’-এ চমকের পর চমক, ক্লিনিক করাবেন ২০ খুদে ফুটবলারকে

কলকাতায় মেসির ‘গোট কনসার্ট’-এ চমকের পর চমক, ক্লিনিক করাবেন ২০ খুদে ফুটবলারকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – রিষড়া থেকে রোজারিও—অসাধ্য সাধন আগেই করেছিলেন। এবার সেই ঐতিহাসিক দিনের অপেক্ষা। কলকাতায় মেসির ‘গোট কনসার্ট’ ঘিরে টিকিটের চাহিদা সামলাতে সামলাতেই চাপ বাড়ছে স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের ওপর। পেলে, মারাদোনার পর এবার মেসিকে নিয়ে আসার চ্যালেঞ্জ। এদিকে নতুন সংযোজন—কনসার্টে যুক্ত হলেন ভারতীয় ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া।

মেসির কলকাতা সফরে থাকছে আরও বড় চমক। শহরে এসে ২০ জন খুদে ফুটবলারকে নিয়ে ফুটবল ক্লিনিক করবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের অধিনায়ক। সঙ্গে থাকবেন লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’পলের মতো তারকারা। স্প্যানিশ পদ্ধতির ‘টিকিটাকা রন্ডো’ ড্রিল করাবেন তাঁরা। রিষড়া ও সুন্দরবনের মোট ২০ খুদে বাছাই করা ফুটবলার অংশ নেবে এই সেশনে। পাশাপাশি মেসিকে উৎসর্গ করে একটি ছোট সঙ্গীতানুষ্ঠানও হবে—‘ট্যাঙ্গো টু টেগর’। সেখানে শান, জিৎ, অনীকরা গাইবেন রবীন্দ্রসংগীত। টলিউড তারকা শুভশ্রীর একটি নৃত্যানুষ্ঠানের পরিকল্পনাও চলছে।

ইতিমধ্যেই গোট কনসার্টের টিকিট রিডেম্পশন শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান ক্লাব থেকে দেওয়া টিকিটগুলি রিডেম্পশন হবে সোমবার থেকে। শতদ্রুর মতে, “চাহিদা বাড়বেই। বিশ্বকাপ জেতার পর এমএলএস চ্যাম্পিয়ন হয়েই শহরে আসছেন মেসি। ওঁর মুড ভালোই থাকবে।” মেসির জন্য বিশেষ ফটো সেশনের পরিকল্পনা হয়েছে—ইলিশ, চিংড়ি আর বাংলা পোশাকের সঙ্গে। মেসিও জানিয়েছেন, স্বস্তি থাকলে বাঙালি পোশাক অবশ্যই পরবেন।

কনসার্টের সম্প্রচারেও কোনও খামতি রাখা হচ্ছে না। পিআর সলিউশন জানাচ্ছে—কলকাতা, দিল্লি, মুম্বই—এই তিন শহরের স্টেডিয়ামে থাকছে ১৬টি করে ক্যামেরা। থাকছে ‘বাগ্গি ক্যামেরা’—যেটি সাধারণত দেখা যায় বিশ্বকাপ বা আইপিএলের মতো বড় টুর্নামেন্টে। হায়দরাবাদে সম্প্রচারের দায়িত্বে থাকবে সে রাজ্যের ক্রীড়া দপ্তর।

সব মিলিয়ে মেসিকে ঘিরে কলকাতায় ফুটবল উন্মাদনার পারদ চড়ছে তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top