কলকাতায় শীতের রাতে ও সকালে জোড়া দুর্ঘটনা, মৃত্যু ও আহতের খবর

কলকাতায় শীতের রাতে ও সকালে জোড়া দুর্ঘটনা, মৃত্যু ও আহতের খবর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – শীতের রাত ও সকালে কলকাতায় ঘটেছে দুইটি সড়ক দুর্ঘটনা। গভীর রাতে ইএম বাইপাসের সার্ভে পার্ক এলাকায় এক বাইক আরোহীর মৃত্যু হয়, আর সকালবেলায় রেড রোডে একটি বেপরোয়া গাড়ির দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ উভয় ঘটনারই তদন্ত শুরু করেছে।

প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে। এক বাইক আরোহী ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন। বাইকের গতি অত্যধিক ছিল বলে জানা গেছে। সিংহীবাড়ি মোড়ের কাছে দাঁড়ানো একটি গাড়িতে ধাক্কা লাগার পর বাইকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম অলোকেশ হালদার। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাইকের উচ্চ গতির সঙ্গে হেলমেট ব্যবহার না করার কারণে মাথায় গুরুতর আঘাত লেগেছে, যা মৃত্যু ডেকে এনেছে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে রেড রোডে। একটি বেপরোয়া গাড়ি রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে এবং একটি গাছেও আঘাত হানতে থাকে। গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। গাড়ির মধ্যে ছিলেন বাবা-ছেলে; দু’জনকেই জখম অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় এক সাফাই কর্মী রশিদা বেগমও জখম হয়েছেন। গাড়ির উচ্চ গতির কারণে গাছ ও বাতিস্তম্ভও ভেঙে গেছে।

পুলিশ উভয় ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্কবার্তা দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top