কলকাতায় শুরু ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শহরে সিনেমার উৎসবের আমেজ

কলকাতায় শুরু ৩১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শহরে সিনেমার উৎসবের আমেজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – মহানগরীতে ফের ফিরে এল সিনেমার উন্মাদনা। শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানের পর শুক্রবার সকাল থেকেই শহরজুড়ে সিনেমাপ্রেমীদের ভিড়। নন্দন চত্বর থেকে শিশির মঞ্চ— সর্বত্র উৎসবের রঙ ছড়িয়ে পড়েছে।

আজকের দিনের অন্যতম আকর্ষণ ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’, যা অনুষ্ঠিত হচ্ছে শিশির মঞ্চে। সঞ্চালনায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও KIFF-র চেয়ারপার্সন গৌতম ঘোষ (Gautam Ghosh)। বক্তা হিসেবে উপস্থিত কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy), যিনি ‘শোলে’-র নির্মাতা হিসেবে ভারতীয় সিনেমার ইতিহাসে অমর হয়ে আছেন।

এ বছর উৎসবের অন্যতম বিশেষ আয়োজন ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) জন্মশতবর্ষ উদযাপন। তাঁকে শ্রদ্ধা জানাতে আজ সকাল ৯টায় নন্দন ১-এ প্রদর্শিত হচ্ছে তাঁর ক্লাসিক সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’— ১৯৭৩ সালের এই ছবিটি নতুনভাবে রিস্টোর করে দেখানো হচ্ছে।

এছাড়াও শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছ’টা থেকে রবীন্দ্র সদনে দেখানো হবে পরিচালক রেশমি মিত্রের ‘বড়বাবু’ (Barobabu), যা থিয়েটার কিংবদন্তি শিশির ভাদুড়ীর জীবনী অবলম্বনে নির্মিত। অপরদিকে, রাধা স্টুডিওতে বিকেল ৪টেয় সিনেমা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির চলচ্চিত্র ‘দ্য সিক্রেট এজেন্ট’ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

সিনেমার আলোয় ভরে উঠেছে শহর, আর চলচ্চিত্রপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর কলকাতা জানিয়ে দিচ্ছে— আবারও শুরু হয়েছে সিনেমার উৎসব, গল্পের শহরে!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top