রাজ্য – সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টি। মঙ্গলবার সকালেও কলকাতাজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যায়। ফলে দিনভর কাদা-জলেই কাটবে বলে ধরে নিয়েছেন অনেকেই।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি। আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৫ শতাংশ। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে, উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে আগামী তিন ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী তিন ঘণ্টায় বিশেষ প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
