নিউজ ডেস্ক , ২৬ জুলাই ২০২১: সানি লিওন , এই নামটি শুধু একজন সেলিব্রেটিরই নাম নয় , এক কথায় বলা যায় অনেকের ক্রাশ। সব সময়ই ব্যস্ত থাকেন নিজের কাজের মধ্যে। তবে, সব কিছুর মাঝেও অনেক বার নিজের বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের সঙ্গে। সম্প্রতি নানান রিয়ালিটি শো হোস্ট করতেও দেখা গিয়েছে সানি লিওনক।
একইসঙ্গে নানান বলিউডের ছবিতেও চুটিয়ে অভিনয় করে চলেছেন সানি। এক কথায় বলা যায় নিজেকে এক্কেবারে ব্যস্ত সিডিউলের মধ্যেই আবদ্ধ করে রেখেছেন। সম্প্রতি তার মুম্বাইতে চলছে শুটিং এর ভীষণ চাপ। বিক্রম ভাটের পরিচালনায় একটি অ্যাকশন সিরিজ “অনামিকা ” তে অভিনয় করতে চলেছেন সানি লিওন। তবে এই সব ব্যস্ততার মধ্যেও কলকাতার একটি রিয়ালিটি শো কাঁপাতে এলেন সানি লিওন।

ডান্স ডান্স সিজন ২ এর রিয়ালিটি শো তে বিশেষ অতিথি বিচারক হিসেবে এলেন সানি লিওন। শুধু অতিথি হিসেবেই নয় , এক্কেবারে মঞ্চে নিজের নাচের ঝলকও দেখালেন। সানি লিওনের সঙ্গে সঙ্গ দিলেন মিঠুন চক্রবর্তী , দেব এবং মনামী ঘোষ।

কলকাতায় এসে নিজের বিশেষ মুহূর্ত এর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সানি। ‘দ্যা বেড়া বন্ড’ বই টি পড়ছেন সানি।মুখে রয়েছে একগাল মিষ্টি হাসি , এই মুহূর্তই তুলে ধরলেন নিজের সোশ্যাল পেজে।