কলকাতা – কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো রুট, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, বড়সড় ঝুঁকির মুখে পড়েছে। ৪০ বছরের পুরোনো ট্র্যাকগুলির বেহাল অবস্থার কারণে ট্রেনের গতি কমিয়ে দিতে হয়েছে, ফলে যাত্রী পরিষেবা তীব্রভাবে ব্যাহত হচ্ছে। সম্প্রতি ‘রাইটস’ নামে একটি সমীক্ষক সংস্থা পুরো রুটটি পরীক্ষা করে সংস্কারের সুপারিশ করেছে এবং জানিয়েছে যে, মেরামতের জন্য ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করাই সবচেয়ে কার্যকর সমাধান। এই ৩২ কিলোমিটার দীর্ঘ রুটে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করেন। ট্র্যাকের দুরবস্থার কারণে ট্রেনের স্বাভাবিক গতি ৮০ কিলোমিটার থেকে কমিয়ে ৪০-৫০ কিলোমিটারে নামিয়ে আনতে হয়েছে। এছাড়াও, দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে বর্ষায় জল জমে পরিষেবা আরও ব্যাহত হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, টালিগঞ্জ থেকে দমদম পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার অংশের অবস্থা সবচেয়ে খারাপ। অন্যদিকে, কর্মী ইউনিয়নও জানিয়েছে, দীর্ঘদিন ধরে মেরামতের দাবি জানানো হলেও এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে শহরের লাইফলাইন হিসেবে পরিচিত এই রুটের ভবিষ্যৎ নিয়ে যাত্রী এবং প্রশাসন উভয়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
