কলকাতা: শহরের কোলে মার্কেটে সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে আজ বিশেষ অভিযান চালাল টাস্ক ফোর্স। বেগুন, ভেন্ডি, উচ্ছে সহ একাধিক সবজির দাম সম্প্রতি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ক্রেতাদের ভোগান্তি বাড়ছিল। তবে আমদানি বাড়লে আগামী দিনে সবজির দাম স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী টাস্ক ফোর্সের সদস্যরা।
টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে প্রচুর সবজি নষ্ট হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দামের ঊর্ধ্বগতি হয়েছে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলার উৎপাদিত ফসল বর্তমানে বাইরের রাজ্যে রপ্তানি করা হচ্ছে না। বাজারের পরিস্থিতি স্থিতিশীল করতে স্থানীয় উৎপাদিত ফসলের সঠিক ব্যবহার নিশ্চিত করার দিকেই নজর দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য যাতে না বাড়ে, সেজন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। তিনি জোর দিয়ে বলেছেন, আগামী দিনগুলোতেও এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে সবজি পেতে পারেন।
