বিনোদন – বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর সোমবার কলকাতায় মহিলাদের উদ্যোগে আয়োজিত ‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ আলোচনাসভায় যোগ দিয়ে তাঁর জীবনের অভিজ্ঞতা ও কলকাতার সঙ্গে পারিবারিক বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমার ঠাকুরদা রাজ কাপুর ও প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর একসময় কলকাতায় থাকতেন।এখান থেকেই তাঁরা মুম্বইয়ে ভাগ্যপরীক্ষা করতে গিয়েছিলেন। তাই কলকাতা আমাকে সবসময় টানে।”করিশ্মা জানান, সুযোগ পেলেই তিনি তিলোত্তমার সংস্কৃতি ও উষ্ণতায় মুগ্ধ হতে ছুটে আসেন। আলোচনায় তিনি ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্র জগতের নানা প্রসঙ্গে মনোজ্ঞ ভাবনা শেয়ার করেন। আয়োজকদের একজন বলেন, “করিশ্মার স্বাভাবিকতা ও গভীর চিন্তাশীলতা সবাইকে মুগ্ধ করেছে।” শ্রোতারা তাঁর সরলতা ও কলকাতার প্রতি ভালোবাসায় আপ্লুত হন।
বিশ্লেষকদের মতে, করিশ্মার এই সফর কলকাতার সাংস্কৃতিক মঞ্চে বলিউডের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করেছে। তাঁর পারিবারিক ইতিহাসের উল্লেখ শহরের চলচ্চিত্র ঐতিহ্যের প্রতি নতুন করে আলোকপাত করেছে। করিশ্মার এই আগমন কলকাতার ভক্তদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।
